সঙ্গে সেলফি ওঠাতে ব্যস্ত দেখা যায় অনেক তরুণীকে। বসন্ত উৎসব স্মৃতির অ্যালবামে ধরে রাখতে অবিরাম চলতে থাকে তাদের মোবাইলগুলো।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে কলেজ থিয়েটারের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী বসন্ত উৎসবে এমন দৃশ্য চোখে পড়ে।
সকাল থেকেই তরুণীরা বসন্ত উৎসবের প্রস্তুতি নিতে শুরু করেন। হলুদ, সাদা, গোলাপি রংয়ের গ্রামীণ ঐতিহ্য কুলোর মাঝখানে লাল রংয়ে লেখা ‘বসন্ত উৎসব -১৪২৩’ বুকে ধারণ করে দাঁড়িয়ে পড়েন তরুণীরা।
এরপর অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের নিয়ে ক্যাম্পাসে বের করেন আনন্দ পদযাত্রা। পদযাত্রায় ভিন্ন মাত্রা এনে দেয় ঢোলের তালে তালে চলা লাঠিখেলা। যা গ্রামীণ ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় সবাইকে। পদযাত্রা শেষে সবাই ক্যাম্পাসের মুক্ত মঞ্চে উপস্থিত হন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘আসে বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী/ চরণে পায়েলা রুমঝুম মধূপ উঠিছে গুঞ্জরী’ বসন্তের এ ছন্দের তালে তালে তখন তরুণ-তরুণী আর অতিথিদের পদচারণায় মুখরিত পুরো ক্যাম্পাস।
উম্মে সালমা, সাবিনা ইয়াসমিন, আফসানা মিমিসহ একাধিক তরুণী বাংলানিউজকে বলেন, বসন্ত মানেই ঋতুরাজ। সেই ঋতুরাজের আগমনে আমরা সবাই রঙিন। বসন্তের আগমনে বৃক্ষরাজিতে নতুনের ছোঁয়া বইছে। শিমুল, পলাশ, বকুল ফুটেছে সেই বৃক্ষরাজিতে। কোকিলের কুহু সুর আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে।
বসন্তের বাসন্তী রঙে সাজা এসব তরুণীরা আরো বলেন, মানুষে মানুষে ভালবাসার বন্ধন আরও অটুট রাখবে এই বসন্ত। মনের জানালা আরও উদার হবে এ উৎসবের মধ্য দিয়ে। এ উৎসব বাঙালির সাংস্কৃতিক ইতিহাস-ঐতিহ্যকে আরও সুদৃঢ় করবে বলেও মনে করেন তরুণীরা।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
আরআইএস/আরআই