ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ১৫ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ১৫ ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ১৫ ফেব্রুয়ারি-ছবি-শাকিল আহমেদ

ঢাকা: ঢাকায় ১১তম ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। চার দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

বসুন্ধরা কনভেনশন সিটিতে এ প্রদর্শনীর আয়োজন করেছে সেমস গ্লোবাল ইউএসএ ও সিসিপিআইটি টেক্স চায়না।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীর ঘোষণা দেন সেমস গ্লোবালের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম।


 
সংবাদ সম্মেলনে মেহেরুন এন  ইসলাম বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো এই ধরনের একটি প্রদর্শনী হতে যাচ্ছে। চায়না, সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলংকা, ভারত ও বাংলাদেশের প্রায় ১৮০টি প্রতিষ্ঠান এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করবে।  

তিনি বলেন, প্রদর্শনীতে স্থান পাবে সব ধরনের সুতা, ডেনিম, নিটেড ফেব্রিকস, ফ্লিস, ইয়ার্ন অ্যান্ড ফাইবার, আর্টিফিসিয়াল লেদার, বাটন, লিনেন ব্লেন্ডসহ অ্যাপারেল পণ্য।  

তিনি আরও বলেন, প্রদর্শনীটি প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেমস গ্লোবালের সিইও এস এস সারওয়ার, সেমস গ্লোবাল বাংলাদেশের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, সিসিপিআইটি টেক্সের সাধারণ সম্পাদক জাং তাও প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭ 
এমএ/আরআর/ পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।