পাশাপাশি ২০১৬ সাল পর্যন্ত ৬ হাজার ৬৩২টি মামলার মাধ্যমে এক কোটি দুই লাখ ৬৯ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশনে টেবিলে উত্থাপিত খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ কথা জানান।
সংসদে মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য নিম্নমুখী হওয়ার কারণে বাংলাদেশের বাজারেও মূল্য কমানো হয়েছে। ডিজেলের মূল্য লিটার প্রতি তিন টাকা কমানোর পরিপ্রেক্ষিতে আন্তঃজেলা রুটে বাসভাড়া প্রতি কিলোমিটারে তিন পয়সা কমানো হয়েছে। হ্রাসকৃত হারে বাসভাড়া আদায়ের জন্য নতুন ভাড়ার চার্ট সংশ্লিষ্ট সকলকে দেওয়া হয়েছে।
তিনি বলেন, চট্টগ্রাম ও ঢাকা মহানগরীতে চলাচলকারী বাসগুলোর ভাড়া সিএনজি মূল্যের বিবেচনার নির্ধারিত থাকায় জ্বালানি তেলের মূল্য কমার ক্ষেত্রে এই দুই মহানগরীতে বাসভাড়া কমানো হয়নি।
মন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অতিরিক্ত সচিব (প্রশাসন) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে আহ্বায়ক করে একটি কমিটি কাজ করছে। তাছাড়া বিআরটিএ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়মিত মোবাইলকোর্ট পরিচালনা করছে। এ পর্যন্ত ১ হাজার ৩৪১টি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানোর পাশাপাশি ৩৫৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ বিষয়ে পুলিশ বিভাগের সকল মেট্রোপলিটন বিভাগ ও রেঞ্জ একই সময়ে ১ হাজার ২১৩টি বাসের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। এছাড়া ৩৭৫টি বাস রেকারিং করা হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এসএম/এসকে/জিপি/পিসি