ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ইজিবাইক-ট্রাক সংঘর্ষে আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
যশোরে ইজিবাইক-ট্রাক সংঘর্ষে আহত ৪

যশোর: যশোর সদর উপজেলার দোলনঘাটায় ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার জন আহত হয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে যশোর-খুলনা মহাসড়কের সদর উপজেলার দোলনঘাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- সদর উপজেলার সিরাজসিংহা আদর্শ ডিগ্রি কলেজের ছাত্র ও বাগডাঙ্গা গ্রামের অজিত দাশের ছেলে সাগর দাস (২২), সিরাজসিংহা গ্রামের আমজেদ মিয়ার ছেলে মনিরুল ইসলাম (৪০), একই উপজেলার বানিয়ারগাতি গ্রামের বারেক আলীর ছেলে জিয়ারুল ইসলাম (৪০) এবং জয়ন্তা গ্রামের আবু হাসানের ছেলে ইমরান হোসেন (২৫)।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে বলেন, দুপুরে চারজন যাত্রী নিয়ে একটি ইজিবাইকে যশোরে যাচ্ছিল। ইজিবাইকটি সদর উপজেলার দোলনঘাটা এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চার জন আহত হন। স্থানয়ীরা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার মনিরুজ্জামন লর্ড বাংলানিউজকে জানান, চারজনের মধ্যে তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।