ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

‘সড়ক দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষ নির্লিপ্ত’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
‘সড়ক দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষ নির্লিপ্ত’

জাতীয় সংসদ ভবন থেকে: সড়ক দুর্ঘটনায় একের পর এক তাজা প্রাণ ঝরে যাচ্ছে। রাস্তায় লাশের মিছিল। সড়ক-মহাসড়ক নিরাপদ রাখা যাদের দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রী, আমলা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একেবারে নির্লিপ্ত, নিস্পৃহ। এভাবে সড়ক দুর্ঘটনা নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেন স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ অধিবেশনের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন বঙ্গবন্ধু আমলের ছাত্রলীগ নেতা নূর ই আলম সিদ্দিকীর ছেলে তাহজীব আলম সিদ্দিকী।
 
তিনি বলেন, শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাত থেকে রোববার দিনগত রাত পর্যন্ত ৪৮ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা ৪৯ জন।

এখন বিশেষ কোনো উপলক্ষের অজুহাত নেই। ঈদ নেই, পূজা নেই, এমনকি ঘন কুয়াশার অন্ধকারও কেটে গেছে। তারপরও একেবারে রক্তাক্ত হচ্ছে সড়ক-মহাসড়ক।
 
তিনি বলেন, কাকে দায়ী করব, আর কতবারই বা সংসদে এটি উপস্থাপন করব? বেপরোয়া চালকরা মনে হচ্ছে লাগামহীন চালানোর লাইসেন্স পেয়ে যাচ্ছে। সড়ক-মহাসড়ক নিরাপদ রাখা যাদের দায়িত্ব : সংশ্লিষ্ট মন্ত্রী, আমলা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একেবারে নির্লিপ্ত, নিস্পৃহ। এবং আমরা যারা রাজনীতি করি, জনগণের প্রতিনিধিত্ব করি, আমাদেরও অনুভূতি বোধ হয় ভোঁতা হয়ে গেছে।
 
তিনি আরও বলেন, আগে একটি লাশ পড়লেই বিপ্লব হতো, আর এখন লাশের মিছিল রাস্তায় পড়ে থাকে, কারো কোনো দায়িত্ব নেই। সড়ক দুর্ঘটনা নিয়ে কথা বলতে বলতে আমিও ক্লান্ত হয়ে পড়েছি। মনে হয় শেষবারের মতো বলছি। এরপর আমিও হয়তোবা নির্বোধের মতো শুধু কান দিয়ে শুনবো এবং অন্ধের মতো চোখে তাকিয়ে থাকব।

** ‘বৈদেশিক অর্থায়ন নিশ্চিত হলেই দ্বিতীয় পদ্মাসেতু’
** ‘অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ডাম্পিং-এ ১৩৪১ গাড়ি’

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এসএম/এসকে/আরআইএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।