ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

‘বৈদেশিক অর্থায়ন নিশ্চিত হলেই দ্বিতীয় পদ্মাসেতু’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
‘বৈদেশিক অর্থায়ন নিশ্চিত হলেই দ্বিতীয় পদ্মাসেতু’

জাতীয় সংসদ ভবন থেকে: দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের কথা আবারও সংসদে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এম এ মালেকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী জানান, দৌলতদিয়া-পাটুরিয়া সেতু নির্মাণের পরিকল্পনা সরকারের আছে।

বৈদেশিক অর্থায়ন নিশ্চিত সাপেক্ষে যথাসময়ে এ সেতু বাস্তবায়ন করা সম্ভব হবে।

এদিকে আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পদ্মাসেতু প্রকল্পের ভৌত কাজ ৪০ শতাংশ সম্পন্ন হয়েছে। পদ্মাসেতুর অগ্রগতি সন্তোষজনক বলেও দাবি করেন মন্ত্রী। জানুয়ারি-২০১৭ পর্যন্ত এই প্রকল্পের ৪০ শতাংশ ভৌত কাজ শেষ হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এসএম/এসকে/আরআইএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।