সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এম এ মালেকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী জানান, দৌলতদিয়া-পাটুরিয়া সেতু নির্মাণের পরিকল্পনা সরকারের আছে।
এদিকে আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পদ্মাসেতু প্রকল্পের ভৌত কাজ ৪০ শতাংশ সম্পন্ন হয়েছে। পদ্মাসেতুর অগ্রগতি সন্তোষজনক বলেও দাবি করেন মন্ত্রী। জানুয়ারি-২০১৭ পর্যন্ত এই প্রকল্পের ৪০ শতাংশ ভৌত কাজ শেষ হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এসএম/এসকে/আরআইএস/পিসি