ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে ৪ মাদকসেবীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
শিবগঞ্জে ৪ মাদকসেবীর জরিমানা শিবগঞ্জে ৪ মাদকসেবীর জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামে গাঁজা সেবনের দায়ে চার মাদকসেবীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম এ জরিমানা করেন।

অর্থদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- রানীহাটি মিস্ত্রিপাড়া গ্রামের বেনু (৪০), সেরাজুল ইসলাম (৪৬), রফিকুল ইসলাম (৫২) ও সেরাজুল (৪০)।

ইউএনও মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, রাণীহাটি বাজার এলাকায় মাদকসেবীরা প্রকাশ্যে গাঁজা সেবন করছেন, এমন খবরের ভিত্তিতে দুপুরে পুলিশ অভিযান চালিয়ে চার মাদকসেবীকে আটক করে। পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এজি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।