ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

‘শহীদ মিনারের প্রবেশ পথ সিসি ক্যামেরার নজরে থাকবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
‘শহীদ মিনারের প্রবেশ পথ সিসি ক্যামেরার নজরে থাকবে’

ঢাকা: মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের প্রবেশপথগুলো সিসি ক্যামেরায় নজরের মধ্যে থাকবে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সোমবার (১৩ ফ্রেবুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তবে তিনি সংসদ অধিবেশনে চলে যাওয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব কামাল উদ্দিন আহমেদ।

সচিব বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার প্রবেশ পথ, পলাশী মোড় থেকে দোয়েল চত্বর হয়ে শহীদ মিনার পর্যন্ত সিসি ক্যামেরা এবং পরিপূর্ণভাবে নজরদারি নিশ্চিত করা হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের নিজ নিজ দায়িত্বাধীন এলাকায় থাকবেন এবং সাদা পোশাকেও বিভিন্ন স্থানে নিয়োজিত থাকবেন।

তিনি বলেন, প্রতিবারের মতো এবারও ভিআইপি-ভিভিআইপি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রীবর্গ ও বিদেশি কূটনৈতিকরা শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন।

কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখে থাকে জানিয়ে সচিব বলেন, তারা নিশ্চিত করেছেন অনুষ্ঠানটি তারা ভালোভাবে আয়োজনের ক্ষেত্রে সজাগ থাকবেন।

তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে ২২ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে যাতে বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা যায় সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে মহড়া করা হবে, কোথাও কোনো বিচ্যুতি আছে কিনা সেটা নজরে আনা হবে। এছাড়া ব্যাকআপের ব্যবস্থাও থাকবে।
 
‌একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে ‍সারাদেশেই নিরাপত্তা নিশ্চিত করা হবে জানিয়ে সচিব বলেন, পোশাকধারীদের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করবে নিরাপত্তা বাহিনী।
 
এবার কোনো আশঙ্কা আছে কি না- জানতে চাইলে কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘এ ধরনের কোনো ম্যাসেজ নাই। আমাদের দেশ নিরাপত্তার বিচারে অনেক ভাল অবস্থানে আছে। পাশ্ববর্তী দেশের তুলনায় অনেক ভাল। আমরা নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা ছাড়াই অনেক আন্তর্জাতিক অনুষ্ঠান করছি। ’
 
সভায় সিদ্ধান্তগুলো সারাদেশে বিভিন্ন সংস্থার কাছে পাঠিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। সভায় আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এমআইএইচ/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।