ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পল্টনে আ’লীগ কর্মী গুলিবিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
পল্টনে আ’লীগ কর্মী গুলিবিদ্ধ

ঢাকা: রাজধানীর পুরনো পল্টন কালভার্ট রোডে মোশারফ ভূঁইয়া (২১) নামে এক আওয়ামী লীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় ৩৭/২ হাউজের ১৯ তলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। মোশারফ রূপগঞ্জ গাউছিয়া এলাকার বাসিন্দা ও রূপগঞ্জের আওয়ামী লীগ কর্মী।

মোশারফের সঙ্গে আসা কামরুজ্জামান বাংলানিউজকে জানান, দুপুরে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগের এমপি গাজী গোলাম দস্তগীরের অফিসে রূপগঞ্জ থেকে ১০/১২ জন আ’লীগ কর্মী দেখা করতে আসেন। এ সময় তাদের মধ্যে কোন একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে কোনো একজনের ছোড়া গুলিতে মোশারফ গুলিবিদ্ধ হন।  

ঘটনার সময় এমপি অফিসে ছিলেন না। কামরুজ্জামান নিজেকে এমপির এপিএস হিসেবে পরিচয় দেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মোশারফ বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন।

মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। এগুলো তদন্ত করে দেখা হচ্ছে।

এছাড়া এপিএস কামরুজ্জামানসহ আটজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে প্রাথমিক জিজ্ঞাবাদের জন্য বলেও জানান ডিসি আনোয়ার।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এজেডএস/এজি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।