সোমবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মহদিপুর ইউনিয়নের ঝালিঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফেরদৌস গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের খাজা মিয়ার ছেলে।
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে ঢোলভাঙ্গা থেকে ট্রলিটি ইট নিয়ে গাইবান্ধায় যাচ্ছিলো। পথে গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের ঝালিঙ্গী এলাকায় পৌঁছলে চালক ট্রলিটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ট্রলিটি রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ফেরদৌস এলাহী মারা যান ও হেলপার গুরুতর আহত হন।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এজি