ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বিআরটিসি’র সাড়ে ৫০০ বাস অকেজো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
বিআরটিসি’র সাড়ে ৫০০ বাস অকেজো

জাতীয় সংসদ ভবন থেকে: বিআরটিসি’র বহরে ১৫৩৮টি বাসের মধ্যে ৯৯৪টি চলাচল উপযোগী বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংসদে দেওয়া মন্ত্রীর তথ্যানুযায়ী ৫৪৪টি বাস ব্যবহারের অনুপযোগী বা অকেজো।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে মাহফুজুর রহমানের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী জানান, বর্তমানে সারাদেশের ৩১টি জেলার ৭৮টি উপজেলায় বিআরটিসি’র বাস চলাচল করছে।

নতুন বাস সংগ্রহের পর চাহিদা মোতাবেক পর্যায়ক্রমে বাকি উপজেলাগুলোতে বিআরটিসি বাস চালু করা হবে।

সংরক্ষতি মহিলা সংসদ সদস্য দিলারা বেগমের প্রশ্নোত্তরে ওবায়দুল কাদের জানান, সারাদেশে নিবন্ধিত যানবাহনের সংখ্যা ২৮ লাখ ৯৫ হাজার ৬৬৫টি। যার মধ্যে মোটরসাইকেলের সংখ্যা ১৭ লাখ ২৬ হাজার ৯৯৪টি। এছাড়াও ১০ বছরের অধিক সময় ধরে ফিটনেসবিহীন যানবাহনের রেজিস্ট্রেশন স্থগিতের কার্যক্রম চলমান।

সোহরাব উদ্দিনের প্রশ্নোত্তরে জবাবে সেতুমন্ত্রী জানান, বাংলাদেশে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন মহাসড়কসমূহে বর্তমানে অতি ঝুঁকিপূর্ণ ৫৬৬টি সেতু আছে। বর্তমান সরকার এসব ঝুঁকিপূর্ণ সেতু পুনঃনির্মাণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এসকে/এসএম/পিসি

**‘সড়ক দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষ নির্লিপ্ত’

** ‘বৈদেশিক অর্থায়ন নিশ্চিত হলেই দ্বিতীয় পদ্মাসেতু’
** ‘অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ডাম্পিং-এ ১৩৪১ গাড়ি’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।