ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বিশ্ব বেতার দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
রাজশাহীতে বিশ্ব বেতার দিবস উদযাপন রাজশাহীতে বিশ্ব বেতার দিবস উদযাপন

রাজশাহী: বাংলাদেশ বেতার রাজশাহীর আয়োজনে বিশ্ব বেতার দিবস উদযাপন হয়েছে। বিশ্ব বেতার দিবসের এবারের প্রতিপাদ্য ছিল ‘তুমিই বেতার’। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মহানগরীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় রাজশাহী বেতার ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি বের করেন শিল্পী ও কলাকুশলীরা। শোভাযাত্রাটি মহানগরীর লক্ষ্মীপুর মিন্টু চত্বর হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেতার ভবনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন রাজশাহীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) আকতার জাহান, রাজশাহী বেতারের উপ-আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক উম্মে কুলসুম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী কামাল, মহানগর জাসদের সাধারণ সম্পাদক আবদুল্লাহ-আল-মাসুদ শিবলি।

এছাড়া রাজশাহী বেতারের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক হাসান আক্তার, উপ-পরিচালক
আনসার উদ্দিন, শরীফুর রহমান, সহকারী পরিচালক শেখ মাহবুবুল হোসেন, দেওয়ান আবুল বাশার ও তনুশ্রী স্যানালসহ বাংলাদেশ বেতার রাজশাহীর সকল সদস্য এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এসএস/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।