সকাল সাড়ে ১০টায় রাজশাহী বেতার ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি বের করেন শিল্পী ও কলাকুশলীরা। শোভাযাত্রাটি মহানগরীর লক্ষ্মীপুর মিন্টু চত্বর হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেতার ভবনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন রাজশাহীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) আকতার জাহান, রাজশাহী বেতারের উপ-আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক উম্মে কুলসুম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী কামাল, মহানগর জাসদের সাধারণ সম্পাদক আবদুল্লাহ-আল-মাসুদ শিবলি।
এছাড়া রাজশাহী বেতারের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক হাসান আক্তার, উপ-পরিচালক
আনসার উদ্দিন, শরীফুর রহমান, সহকারী পরিচালক শেখ মাহবুবুল হোসেন, দেওয়ান আবুল বাশার ও তনুশ্রী স্যানালসহ বাংলাদেশ বেতার রাজশাহীর সকল সদস্য এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এসএস/জিপি/আরআই