সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়।
সঞ্জীবন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার তেঘরিয়া গ্রামের সনাতন বিশ্বাসের ছেলে।
বিজিবি জানায়, ২০১৫ সালের ১১ জুন সঞ্জীবন অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর পশ্চিমবঙ্গের কেষ্টগঞ্জ এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। তাকে আদালতের মাধ্যমে কৃষ্ণনগর জেসিএল শিশুসদন কারাগারে পাঠানো হয়। সেখানে ২১ মাস বন্দি থাকার পর দুপুরে দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মধ্যেমে বিএসএফ সদস্যরা তাকে বিজিবির হাতে হস্তান্তর করেন।
পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন- বিএসএফ’র গেঁদে কোম্পানি কমান্ডার দীপক কুমার, বিজিবির দর্শনা চেকপোস্ট কমান্ডার ইকবাল হোসেন, দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই শেখ মাহবুব, ভারতের গেঁদে ইমিগ্রেশন অফিসার তরুণ সরকার ও দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাকী।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এনটি/আরআই