গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় কেয়া নিট কম্পোজিট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান বাংলানিউজকে জানান, জরুন এলাকায় কেয়া নিট কম্পোজিট কারখানায় আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানার কর্মীরা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভায়।
আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
আরএস/আরআইএস/আরআই
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।