ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ১৫ ফেব্রুয়ারি বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে নবগঠিত কমিশন শপথ গ্রহণ করার পর, ওই দিনই দায়িত্ব নেবেন।
গত ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি আব্দুল হামিদ পাঁচ সদস্যের নতুন কমিশনকে নিয়োগ দেন। এর আগে ইসি নিয়োগের জন্য নাম প্রস্তাবের একটি সার্চ কমিটি গঠন করেন তিনি। সেই সার্চ কমিটি ২০ জনের নাম প্রস্তাব করে। রাষ্ট্রপতি তাদের মধ্য থেকে কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন। এছাড়া সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, রাজশাহীর অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম ও ব্রি জে (অব.) শাহাদৎ হোসেনকে নিয়োগ দেন নির্বাচন কমিশনার হিসেবে।
তাদের মেয়াদ হবে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এরই মধ্যে নুরুল হুদা কমিশনের অধীনে একাদশ সংসদ নির্বাচন ছাড়াও হাজার হাজার স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
ইইউডি/আইএ