সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়া-চন্দ্রা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হোসেন শেরপুরের জিয়া উদ্দিনের ছেলে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান শরীফ বাংলানিউজকে জানান, সন্ধ্যায় একটি রিকশা দুই যাত্রী নিয়ে নবীনগর যাচ্ছিল। এসময় একটি প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশার চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিত্সক হোসেনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এজি/এসআই