ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে দুদকের মামলায় সাবেক এমপির ৯ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
পটুয়াখালীতে দুদকের মামলায় সাবেক এমপির ৯ বছরের কারাদণ্ড

পটুয়াখালী: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক দু’টি মামলায় পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বিএনপি নেতা মো. শহিদুল আলম তালুকদারকে নয় বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

এছাড়া তাকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে পটুয়াখালী জেলা ও দায়রা স্পেশাল জজ আদালতের বিচারক বাসুদেব রায় আসামির উপস্থিতিতে এ রায় দেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১০ সালের ২৫ এপ্রিল দুদক আইনের ২৬/২ ক ধারা মোতাবেক এক লাখ ৫৭ হাজার টাকার সমপরিমাণ সম্পদের তথ্য গোপন করা এবং ২৭/১ খ ধারা মোতাবেক ২৩ লাখ ৩৫ হাজার ৬২০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে সাবেক এমপি ও তৎকালীন বাউফল উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল আলম তালুকদারের বিরুদ্ধে। এ ঘটনায় তৎকালীন পটুয়াখালী দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. লুৎফুর রহমান বাদী হয়ে পৃথক দু’টি মামলা দায়ের করেন। একই বছরের ৪ নভেম্বর আদালতে আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে দুদক।
 
দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার এ রায় দেন আদালত।

এ দুই মামলায় দুদকের আইনজীবী ছিলেন স্পেশাল জজ আদালতের পিপি অ্যাডভোকেট গাজী নেছার উদ্দিন। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট রুহুল আমীন রেজা।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এমএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।