১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি ফুলের রাজধানী গদখালী বাজার থেকে লাখ লাখ পিস রজনীগন্ধা, গোলাপ, জারবেরা গেছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বগুড়াসহ দেশের বিভিন্ন জেলায়। সব মিলিয়ে তিনদিনে গদখালীর হাটে অন্তত ১৫ কোটি টাকার ফুল বেচাকেনা হয়েছে।
ভালোবাসা দিবসে পাইকারি ফুলের শেষহাট বসে ফাল্গুনের প্রথম দিন সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে। গদখালীর ফুলহাটে গিয়ে দেখা যায়, বাজারে যেন লাল, নীল, বেগুনী, সাদা, আসমানি রঙের মেলা বসেছে। যে মেলাকে ঘিরে ফুলচাষি আর ব্যবসায়ীদের জমজমাট কর্মতৎপরতা।
গোলাপ আর জারবেরা নিয়ে আসা ঝিকরগাছা উপজেলার টাওরা গ্রামের মিন্টু হোসেন বাংলানিউজকে বলেন, শুধু আজ (সোমবার) নয়। গত কয়েকদিন ধরে ফুলের চাহিদা আকাশ ছোঁয়া। এবার দামও পাচ্ছি ভালো।
সাড়ে ৭০০ লাল আর সাদা গোলাপ নিয়ে সকাল ৭টার দিকে বাজারে আসেন ঝিকরগাছা উপজেলার পটুয়াপাড়ার শাহীন মোল্লা। তিনি জানান, সপ্তাহখানেক আগেও তিনি ১০০ গোলাপ বিক্রি করেছেন সাড়ে ছয়শ’ টাকায়। কিন্তু দুই-তিনদিন ধরে ফুলের দাম বেড়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) প্রতি শ’ গোলাপ তিনি বিক্রি করেছেন সাড়ে ৯০০ টাকা দরে।
এই বাজারে দেশীয় গোলাপ, রজনীগন্ধা, গাদা ফুলের মতো পাওয়া যায় বিদেশি ফুল জারবেরা, লিলিয়াস, ওয়ান্ডি, স্টোমা, লংস্টিক রোজ। যার সবই এখন চাষ হয় গদখালী ও এর আশপাশের গ্রামে। এসব গ্রামের ফুলচাষিরা ফেব্রুয়ারি মাসে বসন্ত উৎসব, ভালবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে ফুলের চাষ করে থাকেন।
গদখালী ফুলচাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম বাংলানিউজকে বলেন, ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকটি উৎসব রয়েছে। এজন্য এসময়কে টার্গেট করে চাষিরা ক্ষেতের বিশেষ যত্ন নেন। এবার বেশ ভালো দাম পেয়েছেন চাষিরা। চলতি মাসে গদখালীর ফুলচাষিরা ১৫ থেকে ২০ কোটি টাকার ফুল বিক্রি করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
ইউজি/এসআই