তিনি বলেন, শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার যখন দেশে একের পর এক অভাবনীয় উন্নয়ন করে যাচ্ছে, তখন বিএনপি-জামায়াত এ উন্নয়ন দেখে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। আগামী নির্বাচনে জনগণ তাদের ভোট দেবে না- এটাই তাদের ভীত হওয়ার কারণ।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।
সরকারের বিভিন্ন খাতের উন্নয়নচিত্র তুলে ধরে শাজাহান খান বলেন, সরকারের এ উন্নয়ন নস্যাৎ করতে বিএনপি-জামায়াত উঠে পড়ে লেগেছে। তারা মানুষের বাড়ি, গাড়ি সম্পদ নষ্ট করেছে, অগ্নিসংযোগ করেছে, মানুষ পুড়িয়ে মেরেছে। এটাই তাদের একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। কিন্তু বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি বলে তারা নির্বাচন কমিশন নিয়ে নানা ধরনের কথাবার্তা বলছে।
শাজাহান খান বলেন, জিয়াউর রহমান আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করে ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ জাতীয় সঙ্গীত করার ষড়যন্ত্র করেছিল।
মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে তার বিচার হতে হবে। খালেদা জিয়ার বিচার হতে হবে। জঙ্গি কর্মকাণ্ড দমনের সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে নিহত জঙ্গিদের নিয়ে বিএনপি নেতারা যেভাবে কথা বলেছেন, তাতে এটাই প্রমাণিত হয় যে তারা এদেশে জঙ্গি কর্মকাণ্ডকে প্রশ্রয় দিতে চায়।
রাষ্ট্রপতির ভাষণের উপর আরও আলোচনা করেন আওয়ামী লীগের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, মো. নূরুল ইসলাম সুজন, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মো. শফিকুল ইসলাম শিমুল, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এসকে/এসএম/এএ
** ‘রেলে বাঁশ ব্যবহার বিপজ্জনক নয়’
** বিআরটিসি’র সাড়ে ৫০০ বাস অকেজো
**‘সড়ক দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষ নির্লিপ্ত’
** ‘বৈদেশিক অর্থায়ন নিশ্চিত হলেই দ্বিতীয় পদ্মাসেতু’
** ‘অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ডাম্পিং-এ ১৩৪১ গাড়ি’