ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় প্রধান শিক্ষকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
নওগাঁয় প্রধান শিক্ষকের কারাদণ্ড

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষককে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ নুরুজ্জামানের এ দণ্ডাদেশ দেন।

পুলিশ সূত্র জানায়, উপজেলার জোতবাজার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক ডিএম আব্দুর রহমান।

রোববার (১২ ফেব্রুয়ারি) স্কুল ছুটির সময় ওই ছাত্রীকে নিজ কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে প্রধান শিক্ষক। ছাত্রীটি কৌশলে শিক্ষকের হাত থেকে পালিয়ে বাড়ি ফিরে বিষয়টি তার পরিবারকে জানায়।

পরে ইউএনও ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ওই ছাত্রী নিজে এ বিষয়ে লিখিত অভিযোগ করলে রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে ওই শিক্ষককে উপজেলার করাতিপাড়া থেকে গ্রেফতার করে পুলিশ। দুপুর ওই শিক্ষককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে এক মাসের কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।