সোমবার (১৩ ফেব্রুয়ারি) মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ নুরুজ্জামানের এ দণ্ডাদেশ দেন।
পুলিশ সূত্র জানায়, উপজেলার জোতবাজার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক ডিএম আব্দুর রহমান।
পরে ইউএনও ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ওই ছাত্রী নিজে এ বিষয়ে লিখিত অভিযোগ করলে রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে ওই শিক্ষককে উপজেলার করাতিপাড়া থেকে গ্রেফতার করে পুলিশ। দুপুর ওই শিক্ষককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে এক মাসের কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এনটি