ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
গাজীপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

গাজীপুর: গাজীপুরে তাজমুল ইসলাম (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাজমুল ওই এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে গরু মাঠে দিয়ে বাড়ি ফিরে তাজমুল। তবে হঠাৎ-ই তাকে পাওয়া যায় না। খুঁজাখুঁজির এক পর্যায়ে গোয়াল ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন পরিবারের সদস্যরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত তাজমুল মানসিক প্রতিবন্ধী ছিল।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাজমুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এদিকে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আত্মহত্যার কারণ জানা যায়নি বলেও জানান হাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
আরএস/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।