ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে প্রাইভেটকারের ধাক্কায় আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
ময়মনসিংহে প্রাইভেটকারের ধাক্কায় আহত ৩

ময়মনসিংহ: ময়মনসিংহ পৌরসভার সামনে একটি প্রাইভেটকারের ধাক্কায় দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন।

সোমবার ( ১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এরা হলেন- কনস্টেবল সুরুজ্জামান (৩২) কনস্টেবল তরিকুল ইসলাম (৩০) ও ব্যাটারিচালিত অটোরিকশার চালক মাসুম (৩৫)।

ময়মনসিংহ নগরীর ২ নম্বর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) ফারুক হোসেন বাংলানিউজকে জানান, ব্যাটারিচালিত অটোরিকশা যোগে যাওয়ার পথে পেছন থেকে একটি প্রাইভেটকার দেয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এমএএএম/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।