সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাইহিদুল ইসলাম এ জরিমানা করেন।
অর্থদণ্ডাদেশপ্রাপ্ত জেলেরা হলেন- নিরব, জামাল, মোশারেফ, মিলন ও আক্কাস।
ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, দুপুর থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মৎস্য বিভাগের একটি দল মেঘনায় অভিযান চালায়। এ সময় জাটকা ধরার অপরাধে পাঁচ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক প্রত্যেক জেলেকে পাঁচ হাজার করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেন।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এজি