ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় জাটকা ধরার দায়ে ৫ জেলের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
ভোলায় জাটকা ধরার দায়ে ৫ জেলের জরিমানা

ভোলা: ভোলা সদরের ইলিশা এলাকায় জাটকা ধরার দায়ে পাঁচ জেলেকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাইহিদুল ইসলাম এ জরিমানা করেন।

অর্থদণ্ডাদেশপ্রাপ্ত জেলেরা হলেন- নিরব, জামাল, মোশারেফ, মিলন ও আক্কাস।

তারা সবাই ইলিশা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ‍বাসিন্দা।

ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, দুপুর থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মৎস্য বিভাগের একটি দল মেঘনায় অভিযান চালায়। এ সময় জাটকা ধরার অপরাধে পাঁচ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক প্রত্যেক জেলেকে পাঁচ হাজার করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।