সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম নাইক্ষ্যং মুখ এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শিশুরা হলো- পাইমে ম্রো (৭) এবং ডুনং ম্রো (৭)।
সেনাবাহিনী ও স্থানীয়রা জানান, উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের নাইক্ষ্যংপাড়া বাজারে জলপাই রঙের পোষাক পরিহিত একদল স্বশস্ত্র সন্ত্রাসী অবস্থানের খবর পেয়ে সেনাবাহিনী ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সেনা সদস্যদের লক্ষ্য করে সন্ত্রাসিরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে সেনা সদস্যরা পাল্টা গুলি ছুঁড়লে সন্ত্রাসী গ্রুপের এক সদস্য নিহত হয়। এসময় উভয় পক্ষের মধ্যে প্রায় ত্রিশ মিনিট সময় ধরে ২০/৩০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে অস্ত্রধারী সন্ত্রাসীরা সেনাবাহিনীর অভিযানের মুখে পালিয়ে যায়।
বান্দরবান সেনাবাহিনীর জিএসটু মেজর মেহেদী হাসান বাংলানিউজকে জানান, বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয় এবং সন্ত্রাসীদের ছোড়া গুলিতে দুই শিশু গুলিবিদ্ধ হয়।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এনটি