সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পূর্ব রূপসা এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। নিহত পরাগ রূপসা উপজেলার দক্ষিণ খাজাডাঙ্গা গ্রামের খতিবুল ইসলাম সরদারের ছেলে।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্কাস আলী শিকদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, আটক নাজিম সরদারের দেওয়া তথ্যমতে পূর্ব রূপসা এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
এদিকে খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুজ্জামান, এসপি সার্কেল বদিউজ্জামান, খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি আক্কাস আলী শিকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টায় মামলা করার জন্য পরিবারের সদস্যরা থানায় যান।
মেয়ের জামাতা খায়রুল ইসলাম পরাগকে (২৫) শ্বশুর বাড়ির লোকজন খুন করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সকাল সাড়ে ৯টায় জেলার রূপসা উপজেলার তিলক গ্রামের তলবদার বাড়ির সেফটিক ট্যাকের ভেতর থেকে পরাগের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরাগকে হত্যার অভিযোগে তার স্ত্রী তামান্না, শাশুড়ি, মামা শ্বশুর, তামান্নার প্রেমিক শাকিলসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাশুড়ি, স্ত্রী ও মামা শ্বশুর হত্যার সঙ্গে জড়িত রয়েছেন বলে স্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এমআরএম/জিপি/এএ
** খুলনায় মেয়ে জামাতাকে খুন, শাশুড়িসহ আটক ৬