ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরের সেই শহীদ মিনার সংস্কারের উদ্যোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
লক্ষ্মীপুরের সেই শহীদ মিনার সংস্কারের উদ্যোগ লক্ষ্মীপুরের সেই শহীদ মিনার সংস্কারের উদ্যোগ

লক্ষ্মীপুর: ‘অযত্নে-অবহেলায় কমলগরের শহীদ মিনার‘ শিরোনামে বাংলানিউজে প্রকাশিত সংবাদের পর উপজেলা প্রশাসন শহীদ মিনারটি সংস্কারের উদ্যোগ নিয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বাংলানিউজকে বিষয়টি জানান। এর আগে দুপুরে তিনি শহীদ মিনার পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক উদ্দিন, হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন, ফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশিদ, সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল খায়ের, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন ও চরমার্টিন ইউনিয়ন পরিষেদর (ইউপি) চেয়ারম্যান ইউছুফ আলী।

শহীদ মিনার পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বাংলানিউজকে বলেন, শহীদ মিনারের মর্যাদা যাতে অক্ষুণ্ন থাকে সে লক্ষ্যে শহীদ মিনারটি সংস্কার ও আশপাশের পরিবেশ সুন্দর ও উপযোগী করে গড়ে তোলা হবে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে কাজ।

লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাটে নির্মিত উপজেলার প্রথম শহীদ মিনারটি দীর্ঘদিন অযত্নে অবহেলায় পড়ে ছিলো। ‍শহীদ মিনারের সামনে বসানো হয়েছে টয়লেটের ট্যাংকি। প্রবেশপথ দখল করে নির্মাণ করা হয় পাকা মার্কেট। যে কারণে গত ৮ বছর থেকে মহান ভাষা দিবসে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এনটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।