সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ফাতেমা এ দণ্ডাদেশ দেন।
কারাদণ্ডাদেশপ্রাপ্ত ফয়জুল নীলফামারী সদরের চাপড়া সরমজানী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের সুলতান আলীর ছেলে।
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদ বাংলানিউজকে জানান, স্কুলে যাতায়াতের পথে বখাটে ফয়জুল প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতো। এতে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা ওই যুবককে ধরে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফয়জুলকে আটক করে। দুপুরে পুলিশ ফয়জুলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এজি