ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সংসদেও বসন্তের হাওয়া  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
সংসদেও বসন্তের হাওয়া  

জাতীয় সংসদ ভবন থেকে: ঋতুরাজ বসন্তের প্রথম দিনে সংসদেও বইছে বসন্তের হাওয়া। বসন্ত উৎসবের চেতনা ধারণ করে সংসদ সদস্যদের অনেকে বাসন্তী রঙের পোশাক পরে অধিবেশনে যোগ দিয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে বাসন্তী শাড়ি পরে অধিবেশন পরিচালনা করতে দেখা যায়।

সন্ধ্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন।

এসময় তার পরনেও দেখা যায় বাসন্তী রঙের পাড়’র শাড়ি। এরপর রাত ৮টার পর যখন ডেপুটি স্পিকার সংসদ অধিবেশন পরিচালনা করেন তার পরনেও দেখা যায় হলুদ রঙের পাঞ্জাবি কোট।

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ফারুক খান, হুইপ ইকবালুর রহিম, পঙ্কজ দেবনাথ, মনিরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, জাহিদ আহসান রাসেল, ফাহমী গোলন্দাজ বাবেলকেও দেখা যায় বাসন্তী রঙের পাঞ্জাবি পরে অধিবেশনে বসে আছেন।

নারী সংসদ সদস্যদের বাসন্তী রঙের শাড়ি পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম নাসিমা ফেরদৌসী। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর পরনেও দেখা যায় বাসন্তী রঙের শাড়ি। বাসন্তী রঙের শাড়ি পরেছিলেন জাতীয় পার্টির নূর-ই-হাসনা লিলি চৌধুরীরও।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার শুরুতেই নাসিমা ফেরদৌসী সংসদে উপস্থিত সবাইকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে বলেন, ফুল ফুটুক আর নাই ফুটক আজ বসন্ত। সবাইকে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি।

এছাড়া সংসদের অনেক কর্মকর্তাকেও দেখা যায় বাসন্তী রঙের শাড়ি পাঞ্জাবি, টি শার্ট পরে আসতে দেখা যায়।

জাতীয় সংসদের অতিরিক্ত সচিব ফরিদা পারভিন (মানব সম্পদ) সংসদ সচিবালয়ের সব নারী কর্মকর্তা-কর্মচারীদের বাসন্তি রংয়ের শাড়ি পরে আসার আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানে সাড়া দিয়ে নারী কর্মকর্তা-কর্মচারীরা বাসন্তি শাড়ি পড়ে আসেন এবং সকাল ১১টার দিকে তাদের আপ্যায়ন করা হয়।

আরও পড়ুন...

**সরকারের উন্নয়ন দেখে বিএনপি ভীত

** ‘রেলে বাঁশ ব্যবহার বিপজ্জনক নয়’
** বিআরটিসি’র সাড়ে ৫০০ বাস অকেজো
**‘সড়ক দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষ নির্লিপ্ত’
** ‘বৈদেশিক অর্থায়ন নিশ্চিত হলেই দ্বিতীয় পদ্মাসেতু’
** ‘অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ডাম্পিং-এ ১৩৪১ গাড়ি’

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এসকে/এসএম/পিসি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।