ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে কৃষিবিদ দিবস পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
রাজধানীতে কৃষিবিদ দিবস পালিত

ঢাকা: নানা আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে সপ্তমবারের মতো পালিত হলো কৃষিবিদ দিবস।

এ উপলক্ষে সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। যা ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে শেষ হয়।

এসময় বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন, কেআইবি ঢাকা মহানগর শাখা, বিসিএস লাইভস্টক অ্যাসোসিয়েশন, বিসিএস ফিশারিজ অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, বারি, ব্রি, পাট গবেষণা ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেয়।

পরে বিকেল ৩টায় কেআইবি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেআইবি সভাপতি এ এম এম সালেহ’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভায় কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার ঘোষণা দেন। এরপর ২০১০ সালের ২৭ নভেম্বরে কেআইবি’তে এক সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ১৩ ফেব্রুয়ারি সারাদেশে কৃষিবিদ দিবস পালিত হয়ে আসছে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।