ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গুরুতর অসুস্থ মিজারুল কায়েস হাসপাতালে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
গুরুতর অসুস্থ মিজারুল কায়েস হাসপাতালে

ঢাকা: ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েস গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে সেখানকার রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিজারুল কায়েসের অসুস্থতার রিপোর্ট সোমবার (১৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।  

রিপোর্টে বলা হয়েছে, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে মিজারুল কায়েস ব্রাসিলিয়ার একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে  (আইসিইউ) ভর্তি আছেন।

তার অবস্থা ‘কিছুটা সংকটজনক’।

কায়েস এ মাসের প্রথম সপ্তাহে ঢাকায় ছিলেন। ৭ ফেব্রুয়ারি ঢাকা থেকে ব্রাজিলের  সাও পাউলোর উদ্দেশ্য রওনা দেন তিনি। সেখানে গিয়েই অসুস্থ হয়ে পড়েন কায়েস।

সাও পাউলোর হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলা হলেও তিনি সেখানে ভর্তি হননি। শ্বাসকষ্টের কারণে সাও পাউলো থেকে সড়কপথে ব্রাসিলিয়াতে যান এবং আরও অসুস্থ হয়ে পড়েন। তারপরেই কায়েসকে হাসপাতালে ভর্তি করা হয়।  

এর আগেও তিনি বেশ কয়েকবার অসুস্থ  হয়ে চিকিৎসা নেন।

ব্রাজিলে দায়িত্ব পাওয়ার আগে মিজারুল কায়েস যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে তিনি দায়িত্ব পালন করেন পররাষ্ট্র সচিব হিসেবে।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
কেজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।