ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

৩৪ শতাংশ কিশোরী যৌন নির্যাতনের শিকার

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
৩৪ শতাংশ কিশোরী যৌন নির্যাতনের শিকার মেহের আফরোজ চুমকি (ফাইল ফটো)

জাতীয় সংসদ ভবন থেকে: দেশের ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীর মধ্যে শতকরা ৩৪ দশমিক ২ শতাংশ যৌন নির্যাতনের শিকার এবং শতকরা ৩০ দশমিক ৯ শতাংশ কিশোরী জীবনে কোনো না কোনো সময় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন সার্ভে-২০১৫ এর উদ্বৃতি দিয়ে প্রতিমন্ত্রী সংসদে এ তথ্য জানান।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সংসদের টেবিলে উত্থাপিত মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার ন্যাশনাল হেল্পলাইন সেন্টার স্থাপন করেছে উল্লেখ করে তিনি বলেন, এজন্য টোলফ্রি হেল্পলাইন ১০৯২১ নম্বরে ফোন করে নির্যাতনের শিকার নারী, শিশু ও তাদের পরিবার এবং সংশ্লিষ্ট সবাই প্রয়োজনীয় তথ্য, পরামর্শসহ বিভিন্ন সেবা ও সহায়তা সম্পর্কে জানতে পরবে।

সংরক্ষিত সংসদ সদস্য বেগম পিনু খানের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পর মাধ্যমে পাঁচবছরে কমপক্ষে এসএসসি পাস ২৮ হাজার ৭০ জন শিক্ষিত বেকার মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হবে। এজন্য ঢাকাসহ দেশের ৬৪টি জেলা শহরে শিক্ষিত বেকার মহিলার জন্য ৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স পরিচালিত হচ্ছে। প্রকল্পটি মেয়াদ ধরা হয়েছে ৫ বছর।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এসকে/এসএম/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।