শাহবাগে গাড়ি ভাঙচুর, ছবি: সংগৃহীত
ঢাকা: রাজধানীর শাহবাগের জাতীয় বেতার ভবনের সামনে বাস ভাড়াকে কেন্দ্র করে সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) রাত ১০ টার দিকে এক যাত্রীবাহী বাসের সুপারভাইজারের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা কটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বাংলানিউজকে জানান, নিউ ভিশন নামে একটি বাসের সুপারভাইজারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভাড়া নিয়ে ঝামেলা হয়।
তখন শাহবাগ গিয়ে ছাত্ররা ওই বাসটিকে ভাঙচুর করে। এ ঘটনার কেউ আহত হয়নি। তবে অল্প কিছুক্ষণের জন্য রাস্তা বন্ধ ছিলো।
বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
ওএফ/এসজেএ/টিআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।