সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে তার মৃত্যু হয়।
মৃত সোনিয়া আক্তারের শ্বশুর আবদুস সালাম বাংলানিউজকে বলেন, গত ৪-৫ বছর আগে পারিবারিকভাবে তার ছেলে রফিকুল ইসলামের সঙ্গে সোনিয়ার বিয়ে হয়।
এদিকে, মৃত সোনিয়ার চাচা কামাল হোসেন জানান, সোনিয়ার শ্বশুর প্রায়ই বাসার বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে দিতেন। এতে সোনিয়া বাধা দিলে স্বামী ও শ্বশুর মিলে তাকে মারধর করতেন।
সোনিয়াকে জোর করে বিষপানে আত্মহত্যা করানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
কদমতলীর থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত করিম জানান, সোনিয়ার শ্বশুর আবদুস সালাম ও স্বামীর ভাই রুবেলকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সোনয়ির স্বামী রফিকুল ইসলাম পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এজেডএস/টিআই