সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে কথাগুলো বলছিলেন নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বিশ্ব ভালোবসা দিবস উপলক্ষে ভ্রাম্যমাণ ফুলের দোকান নিয়ে বসা আসলাম সরকার।
এ সময় বেশ হাকে-ডাকে ফুল ক্রেতাদের আকর্ষণের চেষ্টা করেচ্ছিলেন তিনি।
কিছুদিন আগেও ফুলের দাম সস্তা ছিলো। হঠাৎ কেন এত বেশি হয়ে গেল জিজ্ঞেস করতেই আসলাম বাংলানিউজকে বলেন, তার ফুল কিনতেই হয়েছে বেশি দামে। ফুলগুলো একদিন আগে কিনেছেন, পরিচর্যা করতে হয়েছে। তাছাড়া বছরের এই একটি দিনই তাদের বেচা-বিক্রি বেশি হয়ে থাকে। তাই দিনটি উপলক্ষে দাম বেশি রাখেন।
একই কথা জানালেন, সমবায় মার্কেটের সামনে অস্থায়ী ফুলের দোকানি খাইরুল ইসলাম। তিনি বলেন, ‘আরে ভাই দাম তো আর প্রতিদিন রাখবো না। আজকেই তো আমাদের দিবেন। আর প্রতিদিন তো আর প্রিয়জনকে ফুল উপহার দিবেন না। ফুল উপহার দিবেন একদিনই। আর তাছাড়া ফুলের দাম কিন্তু খুব বেশি না। ’
ফুলের দোকানগুলোতে প্রতিটি গোলাপের দাম রাখা হচ্ছে- ৪০ থেকে ৫০ টাকা। এছাড়া বিভিন্ন ফুলের দাম রাখা হচ্ছে প্রতি পিস ৩০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত। তবে দামের তোয়াক্কা না করে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য বেশি দামেই ফুল কিনে প্রিয়জনের জন্য নিয়ে যাচ্ছেন ক্রেতারা।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
টিআই