ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ইয়াবাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
কালীগঞ্জে ইয়াবাসহ আটক ২ দুই তরুণ আটক, ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ২শ’ পিস ইয়াবাসহ  দুই মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মদাতী এলাকা থেকে দু’জনকে আটক করা হয়।

আটক দু’জন হলেন- হাতীবান্ধা উপজেলার বড়াইপাড়া গ্রামের রবিন্দ্র নাথের ছেলে পরিমল চন্দ্র (২১) ও টংভাঙ্গা এলাকার মজিবর রহমানের ছেলে কবির হোসেন (২২)।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ বাংলানিউজকে জানান, এক সংবাদের ভিত্তিতে মদাতী এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়। সময় দু’জনের কাছ থেকে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ০৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
টিআই

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।