সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মদাতী এলাকা থেকে দু’জনকে আটক করা হয়।
আটক দু’জন হলেন- হাতীবান্ধা উপজেলার বড়াইপাড়া গ্রামের রবিন্দ্র নাথের ছেলে পরিমল চন্দ্র (২১) ও টংভাঙ্গা এলাকার মজিবর রহমানের ছেলে কবির হোসেন (২২)।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ বাংলানিউজকে জানান, এক সংবাদের ভিত্তিতে মদাতী এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়। সময় দু’জনের কাছ থেকে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ০৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
টিআই