সোমবার (১৩ ফেব্রুয়ারি) সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
তৌফিক-ই-ইলাহী বলেন, দেশের যে তরুণ জঙ্গিবাদের পথে চলে গেছে, তাদের সঠিক পথে আনার জন্য ক্যাডেটদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
১২ দিনব্যাপী প্রশিক্ষণে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ৩শ’ প্রতিষ্ঠানের ৬৬৫ শিক্ষার্থী অংশ নেন। এ সময় কুচকাওয়াজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম ফেরদৌসসহ আরো অনেকে।
এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশি হয়।
বাংলাদেশ সময়: ০৬১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
টিআই