ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কিছ‍ু তরুণ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
কিছ‍ু তরুণ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী (ফাইল ফটো)

আশুলিয়া (ঢাকা): প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, দেশের তরুণ সমাজের কিছু অংশ জঙ্গিবাদসহ বিভিন্ন অপরাধম‍ূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

তৌফিক-ই-ইলাহী বলেন, দেশের যে তরুণ জঙ্গিবাদের পথে চলে গেছে, তাদের সঠিক পথে আনার জন্য ক্যাডেটদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

এজন্য ক্যাডেটদের প্রতিনিয়তই একাগ্রতা, দায়িত্বশীলতা ও  নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

১২ দিনব্যাপী প্রশিক্ষণে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ৩শ’ প্রতিষ্ঠানের ৬৬৫ শিক্ষার্থী অংশ নেন। এ সময় কুচকাওয়াজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম ফেরদৌসসহ আরো অনেকে।

এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশি হয়।

বাংলাদেশ সময়: ০৬১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭

টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।