ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় পুলিশ-সন্ত্রাসী ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
বগুড়ায় পুলিশ-সন্ত্রাসী ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বগুড়া: বগুড়ার কাহালু উপজেলার পতনজা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বাংলানিউজকে জানান, ঘটনার সময় ওই এল‍াকা পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে গুরুতর আহত হন অজ্ঞাত এক সন্ত্রাসী।

পরে তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭।
এমবিএইচ/আরআর/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।