মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত সাগর ছিনতাইসহ বেশ কয়েকটি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলানিউজকে জানান, গোপনে খবর আসে তাঁতীবাজার এলাকায় কোনো দোকান বা বাড়িতে ডাকাতি হবে। এ জন্য আগে থেকে ওই এলাকায় অবস্থান নেয় পুলিশ। রাত আনুমানিক পৌনে তিনটার দিকে ৭-৮জন যুবক তাঁতীবাজার চিত্রা সিনমো হলের গলিতে আসে। এসময় তাদের নামপরিচয় জানতে চাইলে তারা পুলিশের ওপর ককটেল ও গুলি ছুঁড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে অন্যরা পালিয়ে গেলেও সাগর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে পড়ে থাকে।
পরে তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে। নিহত সাগরের বিরুদ্ধে ইসলামপুরে এক ব্যবসায়ীর কাছ থেকে গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা রয়েছে।
মরদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এজেডএস/এসএইচ