এসিডে দগ্ধ শিশু মালিহা
ঢাকা: ঘরে এসিড রাখলে নাকি সাপ ঢোকে না। এই ধারণা থেকেই ১ বছর ধরে ঘরের খাটের নিচে এসিড রাখা ছিল। সেই এসিডেই দগ্ধ ১৮ মাস বয়সী মালিহা এখন ঢামেকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
সোমবার(১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে গাজীপুর শ্রীপুর উপজেলার তেলিহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিৎসক এনায়েত কবির বলেন, শিশুটির ঠোঁটে, থুঁতনিতে, বুকে ও পেটসহ হাতের কিছু অংশ ঝলসে গেছে।
এটিকে আমরা কেমিকেল বার্ন বলে থাকি। তার শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে। এখনই কিছুই বলা যাচ্ছে না, আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি।
তিনি জানান, শিশুটির দগ্ধ দেখে মনে হচ্ছে শিশুটি এসিডের বোতল ধরে খাওয়ার চেষ্টা করে। এতে তার ঠোঁট ও থুঁতনি এসিডে ঝলসে গেছে।
শিশুটির মা জানান সাপ তাড়ানোর জন্য এসিড ঘরে রাখা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এজেডএস/পিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।