ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে আল্লাহ'র দলের ৪ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
ঠাকুরগাঁওয়ে আল্লাহ'র দলের ৪ সদস্য আটক

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও শহরে কৃষি ব্যাংকের এক কর্মকর্তার বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহ’র দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ৯টার দিকে মোতাহার আলীর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- পাবনা জেলার আটঘরিয়ার আব্দুল মোতালিবের ছেলে ফকরুল ইসলাম বাবু (৩১), ঠাকুরগাঁও সদর উপজেলার কৃষ্ণপুর এলাকার হামিদের ছেলে আরিফ হোসেন (২২), সালন্দর এলাকার সফিউল্লাহর ছেলে রাব্বানী হক ফজলু (২৪) ও কুষ্টিয়া জেলার মজিবুল ইসলাম মিরন (৩২)।

ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) ফারহাত আহম্মেদ বাংলানিউজকে জানান, এই চারজন দীর্ঘদিন থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহ'র দলের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।