সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ৯টার দিকে মোতাহার আলীর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- পাবনা জেলার আটঘরিয়ার আব্দুল মোতালিবের ছেলে ফকরুল ইসলাম বাবু (৩১), ঠাকুরগাঁও সদর উপজেলার কৃষ্ণপুর এলাকার হামিদের ছেলে আরিফ হোসেন (২২), সালন্দর এলাকার সফিউল্লাহর ছেলে রাব্বানী হক ফজলু (২৪) ও কুষ্টিয়া জেলার মজিবুল ইসলাম মিরন (৩২)।
ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) ফারহাত আহম্মেদ বাংলানিউজকে জানান, এই চারজন দীর্ঘদিন থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহ'র দলের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এসআই