মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা পরিষদের সামনে হাঁটছিলেন বাদল। এসময় মাটি ভর্তি একটি ট্রলি (পাওয়ার টিলার) তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা এসব তথ্য জানিয়েছেন।
এদিকে, তার মৃত্যুর খবর পেয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা আওয়ামী লীগ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ হাসপাতাল ও বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এসআই