এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল হক, রকিবুল আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিমন রায়, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ফারজানা হোসেন, ডিআইও ওয়ান মোসলেম উদ্দিন ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকালের শুরুতেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে ফুলেল শুভেচ্ছা পেয়ে খুশি পথচারীরা।
পরে জেলা প্রশাসক ড. মো. আমিনূর রহমান, জেলা ও দায়রা জজ আরিফুর রহমান ছাড়াও সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান এসপি।
তিনি বলেন, এর মধ্য দিয়ে “পুলিশই জনতা, জনতাই পুলিশ” উক্তিটি যথার্থতা পাবে। পাশাপাশি পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এসআই