ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ভালবাসা দিবসে জনগণের হাতে পুলিশের গোলাপ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
নওগাঁয় ভালবাসা দিবসে জনগণের হাতে পুলিশের গোলাপ   বিশ্ব ভালবাসা দিবসে জনগণকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে নওগাঁ জেলা পুলিশ

নওগাঁ: বিশ্ব ভালবাসা দিবস ১৪ ফেব্রুয়ারি। এ উপলক্ষে রাস্তায় দাঁড়িয়ে সাধারণ জনগণকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে নওগাঁ জেলা পুলিশ। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে ফুল জনগণের হাতে ফুল তুলে দেন পুলিশ সুপার মোজাম্মেল হক।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল হক, রকিবুল আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিমন রায়, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ফারজানা হোসেন, ডিআইও ওয়ান মোসলেম উদ্দিন ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকালের শুরুতেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে ফুলেল শুভেচ্ছা পেয়ে খুশি পথচারীরা।

 

পরে জেলা প্রশাসক ড. মো. আমিনূর রহমান, জেলা ও দায়রা জজ আরিফুর রহমান ছাড়াও সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান এসপি।
 
তিনি বলেন, এর মধ্য দিয়ে “পুলিশই জনতা, জনতাই পুলিশ” উক্তিটি যথার্থতা পাবে। পাশাপাশি পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।