লক্ষ্মীপুরে জব্দকৃত প্রায় ৫ মণ জাটকা
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে জব্দকৃত প্রায় ৫ মণ জাটকা এতিমখানা ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জাটকাগুলো বিতরণ করা হয়।
এর আগে ভোরে লক্ষ্মীপুর মজুচৌধুরীরহাট ফেরিঘাট এলাকা থেকে ৫ মণ জাটকা জব্দ করে কোস্টগার্ড।
লক্ষ্মীপুর মজুচৌধুরী হাট কোস্টগার্ড ক্যাম্পের ইনর্চাজ কন্টিনজেন্ট কমান্ডার মিজানুর রহমান বলেন, অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়।
এসময় ব্যবসায়ীরা টের পেয়ে পালিয়ে যায়।
সকালে এতিমখানাসহ স্থানীয় অসহায় দুস্থদের মধ্যে জাটকাগুলো বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।