সোমবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে নিরাপত্তাবাহিনী সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে সোমবার রাতে পানছড়ির নাপিতাপাড়ায় অভিযান চালায় যৌথবাহিনীর সদস্যরা।
এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি এলজি, দুই ধরনের পাঁচ রাউন্ড গুলি, ম্যাগজিন ও একসেট সেনাবাহিনীর পোষাক উদ্ধার করা হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের এখনও পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। নিরাপত্তাবাহিনীর দাবি এরা ইউপিডিএফ’র কর্মী।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
আরএ