সোহাগ ওই গ্রামের তিতু মিয়ার ছেলে। সে জয়দা মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সোহাগ। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে হাওরে তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরছালিন বাংলানিউজকে জানান, সোহাগের মুখে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এসআই