সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ পাকা ইউনিয়নের ২০ রশিয়া গ্রামের মোশারফ হোসের ছেলে।
এলাকাবাসী জানায়, রাতে মাসুদ ও কালামসহ আরো কয়েকজন গরু আনতে ভারতে যায়। তারা বাংলাদেশের সীমান্ত পিলার ১৩/২ এস এর বিপরীতে ভারতের অভ্যন্তরে বাংলাদেশি সীমান্ত থেকে ২ কিলোমিটার ভারতের অভ্যন্তরে গেলে চাঁদনীচক এলাকার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে।
এসময় বুলেট বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয় এবং কালাম আহত হয়। পরে আহত অবস্থায়ই কালাম সাঁতরে নদী পার হয়ে বাংলাদেশ অভ্যন্তরে চলে আসে।
এ ব্যাপারে ওয়াহেদপুর ক্যাম্পের হাবিলদার বাদল কিছুই জানেনা বলে জানালেও চাঁপাইনবাবগঞ্জে ৯-বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস.এম আবুল এহসান একজন আহত হওয়ার কথা লোকমুখে শুনেছেন বলে জানান। তবে নিশ্চিত করে তিনি কিছু জানাতে পারেননি।
তিনি বলেন, এ ব্যাপারে বিএসএফের কাছে জানতে চাওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
আরএ