ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ৯ মাদক ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
মানিকগঞ্জে ৯ মাদক ব্যবসায়ী আটক মানিকগঞ্জে ৯ মাদক ব্যবসায়ী আটক-ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ও ৩৪০ গ্রাম গাঁজাসহ নয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাদের আটকের বিষয়টি জানিয়েছেন পুলিশ সুপার মাহফুজুর রহমান।

এর অগে সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জেলার সদর, সাটুরিয়া ও ঘিওর থানার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- শাহীন আলম (২৮), আমিনুল ইসলাম (১৯), শাকিল হোসেন (২০), মাধব দাশ (৪২), আরিফ মিয়া (৩২), আরিফ হোসেন (৩০), আমিনুল (৩০), সুজন (২৫) ও  নিপু (৩২)। তাদের সবার বাড়ি জেলার বিভিন্ন স্থানে।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।