নিহতরা হলেন- আশুলিয়ার ইপিজেডে হোপল্যান্ড কারখানার পোশাক শ্রমিক শিখা আক্তার ও দিনমজুর রানা হোসেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাকিব ইসলাম বাংলানিউজকে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিছানা থেকে শিখার ও ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রানার মৃতদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, স্থানীয়রা জানান, তিন-চারদিন ধরে রানা ও শিখার মধ্যে ঝগড়া চলছিল। সোমবার গভীর রাত পর্যন্ত তাদের মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে রানা শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এসআই