মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে র্যাব-১১, লক্ষ্মীপুর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের রামেশ্বরপুর মসজিদ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদ সাহাবুদ্দিন রামেশ্বরপুর মসজিদ বাড়ির হাফেজ নূর উল্যার ছেলে।
প্রসঙ্গত, ২০০৭ সালে নোয়াখালী জেলা শহর মাইজদীতে মোবাইলের দোকানে ডাকাতিকালে বাধা দেওয়ার সময় দোকানের মালিক ও কর্মচারীকে হত্যা করে ডাকাতদল। পরে এ ব্যাপারে থানায় মামলা হয়। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক মামলার ১২ আসামিকে ফাঁসির দণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এজি/আরএ