নোয়াখালীতে ৪ হাজার শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে পোশাক বিতরণ-ছবি: বাংলানিউজ
নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে চার হাজার শিক্ষার্থীর মধ্যে বিনামূলে স্কুল পোশাক বিতরণ করা হয়েছে। উপজেলার নিজস্ব তহবিল থেকে ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে এ পোশাক বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়নে ছাত্র-ছাত্রীদের হাতে পোশাক তুলে দেন নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম।
সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
আরবি/
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।